Logo
Logo
×

সারাদেশ

পাঁচ দিন আগে দায়িত্ব ছেড়ে বিশাল শোডাউন মেয়র সাদিকের

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

পাঁচ দিন আগে দায়িত্ব ছেড়ে বিশাল শোডাউন মেয়র সাদিকের

নির্ধারিত সময়ের পাঁচ দিন আগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিশাল শোডাউন করে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে উপস্থিত হয়ে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন সাদিক আব্দুল্লাহ।

এ সময় চতুর্থ পরিষদের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অব্যাহতিপত্র প্রদান করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সচিব ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত না থাকায় দায়িত্বরতরা অব্যাহতিপত্র ই-মেইলে সচিবালয়ে পাঠান।

এরপর সিটি করপোরেশনের কর্মচারীরা ফুল ছিটিয়ে এবং নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে বিদায় জানান। এরপর নেতাকর্মীবেষ্টিত হয়ে নগর ভবন থেকে কালীবাড়ি রোডে সেরনিয়াবাত বাসভবনে হেঁটে যান তিনি।

এর আগে দায়িত্ব হস্তান্তরের পর নগর ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তৃতায় সাদিক আব্দুল্লাহ নগরবাসীর কাছে ক্ষমা চান। একই সঙ্গে নতুন মেয়রকে সহযোগিতা করার জন্য নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান। তিনি দাবি করেন, তার যাওয়ার আগপর্যন্ত সবার বেতন পরিশোধ করেছেন।

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাদিক বলেন, আজ বৃহস্পতিবার পরদিন শুক্র ও শনিবার থাকায় নবনির্বাচিত মেয়রের হাতে সময় থাকে মাত্র তিন দিন। নতুন মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য আনুষ্ঠানিকতা করতে কোনো সমস্যায় যাতে না পড়তে হয় এজন্য পাঁচ দিন আগেই সরে দাঁড়ালেন। এর আগে তিনি নতুন মেয়রের যোগদান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভা করেছেন।

তিনি প্রশ্ন রাখেন, নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নেই- সেখানে আমি থেকেই বা কী করব?

নগরবাসীর উদ্দেশে সাবেক মেয়র বলেন, আমার ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আমি নগরবাসীর সঙ্গে ছিলাম ভবিষ্যতেও থাকব। প্রধানমন্ত্রী আমাকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছেন নগরবাসীর জন্য কাজ করতে। সেখান থেকেও আমার দায়িত্ব রয়েছে নগরবাসীর প্রতি।

এরপর সাবেক মেয়র নতুন মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে নগর ভবনে কর্মরতদের নতুন মেয়রকে সহযোগিতা করতে বলেন। তাদের সহযোগিতা ছাড়া কোনো মেয়র কাজ করতে পারবে না বলে জানান তিনি।

নগর ভবনে উপস্থিত না থাকলেও মোবাইলে যোগাযোগ করা হলে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে থাকা স্বপন কুমার দাস বলেন, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্থানীয় সরকার মন্ত্রী বরাবর আবেদন করে অব্যাহতি নিয়েছেন। তার অব্যাহতিপত্র সচিবালয় পাঠিয়ে দেওয়া হয়েছে। তার অব্যাহতির পর রুটিনমাফিক প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত. আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম