Logo
Logo
×

সারাদেশ

জামালপুর জেলা কারাগারে দুই আসামির মৃত্যু

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

জামালপুর জেলা কারাগারে দুই আসামির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে দুই আসামির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার ভোরে পর্যায়ক্রমে ওই দুজন অসুস্থ হলে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান তারা।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ জানান, মাদক মামলার আসামি শাহীন হাওলাদার গত ৩১ আগস্ট থেকে কারাগারে ছিলেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

অপরদিকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকেও ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীন হাওলাদার মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের মৃত ময়েন উদ্দিন ফকিরের পুত্র এবং ইয়াকুব আলী মেলান্দহ উপজেলার কাংগালর্কুশা গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম