Logo
Logo
×

সারাদেশ

যশোরে ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

Icon

যশোর ব্যুরো ও ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১০:৫৫ এএম

যশোরে ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে সৈয়দপাড়া নামক গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।

এ বিষয়ে  ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, সকালে রেললাইনের পাশে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। রেল পুলিশ তার লাশ উদ্ধার করেছে। শাহজাহান আলী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি পরিস্কার নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম