Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় অবরোধকারীদের কর্মসূচি 

লরিতে আগুন আজিজুল হক কলেজে ছাত্রদলের তালা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম

লরিতে আগুন আজিজুল হক কলেজে ছাত্রদলের তালা

বগুড়ার শাজাহানপুরে অবরোধকারীরা নির্মাণাধীন মহাসড়কে পানি ছিটানোর সময় পানিবাহী লরি থামিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে। আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশ পুড়ে গেছে।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। এদিকে একইদিন বগুড়া আজিজুল হক কলেজের ফটকগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা একটি প্ল্যাকার্ডও টানিয়ে দেন তারা।

লরির চালক হাফিজুর রহমান গাজী জানান, পিকেটাররা লরিতে দাহ্য কোনো পদার্থ ছুড়ে মারে। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল শাখার নেতা সন্ধান সরকার বলেন, কামারগাড়ি এলাকায় কলেজের নতুন ভবন এবং ফুলবাড়ি এলাকায় পুরাতন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, এসব করে আওয়ামী লীগকে গঠনতান্ত্রিক রাজনীতি থেকে সরানো সম্ভব নয়। দেশে সঠিক সময়ে নির্বাচন হবে।

নেতাদের বেঈমান আখ্যা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ :  জেলার নন্দীগ্রামে ফেসবুক স্ট্যাটাসে নেতা ও তাদের পরিবারের সদস্যদের বেঈমান আখ্যা দিয়ে উপজেলা ছাত্রদল নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। উপজেলা ছাত্রদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদ থেকে সরে দাঁড়ান মাসুদ রানা। তিনি বলেন, রাজনৈতিক কোনো ঝামেলায় না জড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন, তিনি শিক্ষার্থী। শিগগিরই লিখিতভাবে পদত্যাগ করবেন। সোমবার দলীয় কর্মসূচি পালনের পর দুপুরে ফেসবুকে পোস্ট করেন রানা।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করা যায় না। আলোচনা করে সমস্যা সমাধান করা যেত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম