দলীয় কর্মসূচিতে সরকারি কলেজের অধ্যক্ষ, জেলাজুড়ে তোলপাড়
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
জামালপুরে বিএনপির ডাকা চলমান অবরোধবিরোধী আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ উঠেছে সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে।
সেই অধ্যক্ষের নাম প্রফেসর হারুন অর রশিদ। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কর্মরত।
সোমবার সকালে জামালপুর পৌর এলাকার বকুলতলা চত্বরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে অবরোধবিরোধী শান্তি সমাবেশে সশরীরে অংশগ্রহণ করেন তিনি।
এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সরকারি একজন কর্মকর্তার এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ এবং অংশগ্রহণকালীন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জামালপুর জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হারুন অর রশিদ যুগান্তরকে বলেন, আমার ব্যাকপেইন থাকায় সকালে বকুলতলায় জিমে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা হলে সেখানে দুই থেকে তিন মিনিট বসে চলে এসেছি। সেই সময়কার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকৃতপক্ষে তিনি দলীয় কর্মসূচি বা শান্তি সমাবেশে অংশগ্রহণ করেননি বলে দাবি করেন।
জেলা প্রশাসক মো. শফিউর রহমান যুগান্তরকে বলেন, সরকারি কোনো কর্মকর্তার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সমীচীন নয়।