Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে চার অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

ধামরাইয়ে চার অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ঢাকার ধামরাইয়ে নিবন্ধনবিহীন চারটি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এবং সিলগালা করে দিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। রোববার দুুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল।

এ অভিযানে ধামরাই পৌরশহরের লাকুরিয়াপাড়া মহল্লায় ধানশিড়ি আবাসিক প্রকল্পে অবস্থিত মমতাজ ম্যাটস অ্যান্ড মেডিকেল টেকনোলজি কলেজ হাসপাতাল, কোড অমান্য করেন। ইসলামপুরে সরকারি ৫০ শয্যার হাসপাতালের গেটে অবস্থিত সেবা ডায়াগনস্টিক সেন্টার, আইকন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, আল মদিনা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও সিলগালা করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল জানান, এসব প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মমতাজ ম্যাটস অ্যান্ড মেডিকেল টেকনোলজি কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন পুশে নবজাতকসহ এক প্রসুতির মৃত্যু ঘটেছে। মূলত এ কারণেই অভিযান চালাতে গিয়ে হাসপাতালগুলোর গোপনীয় সব তথ্য বেরিয়ে আসে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম