Logo
Logo
×

সারাদেশ

যশোরে বিএনপি নেত্রী মুন্নী গ্রেফতার

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

যশোরে বিএনপি নেত্রী মুন্নী গ্রেফতার

যশোরে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর। 

শনিবার দিবাগত রাতে যশোর শহরের ঘোপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৬ যশোর কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে সাবিরা সুলতানা মুন্নীকে গ্রেফতার করা হয়েছে। 

তার বিরুদ্ধে গত ৩১ অক্টোবর ঝিকরগাছা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরও দুটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

তিনি জানান, আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Document
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম