Logo
Logo
×

সারাদেশ

শ্রীপুরে সাফারি পার্কে ক্যানসারে আক্রান্ত জিরাফের মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ এএম

শ্রীপুরে সাফারি পার্কে ক্যানসারে আক্রান্ত জিরাফের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেল এক নারী জিরাফ। পার্কে তিনটি নারী জিরাফ থাকলেও বহুদিন ধরেই পুরুষশূন্য ছিল জিরাফ পাল। 

পার্ক কর্তৃপক্ষ জানান, মারা যাওয়া জিরাফটি অন্তত তিন বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিল। মারা যাওয়ার পর একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে পার্কের একটি নির্দিষ্ট স্থানে জিরাফটি মাটিচাপা দেওয়া হয়েছে। শনিবার পার্ক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ২০ অক্টোবর জিরাফটি মারা যায়।

বন্য প্রাণি ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ক্যান্সার শনাক্ত হওয়ার পরই নিয়মিত চিকিৎসা চালানো হয়। ২০ অক্টোবর জিরাফটি মারা যায়। বাজেটসাপেক্ষে পুরুষ জিরাফ সংগ্রহের চিন্তাও রয়েছে বলে এ কর্মকর্তা জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ২০ অক্টোবর জিরাফ মৃতুর বিষয়ে শ্রীপুর থানায় জিডি করেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম