Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ট্রেন না থামানোয় স্টেশন ইনচার্জকে মারধর

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম

গাজীপুরে ট্রেন না থামানোয় স্টেশন ইনচার্জকে মারধর

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে বিরতিহীন ট্রেন না থামানোয় স্টেশন ইনচার্জসহ রেলের ছয়কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে ১১টায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরে আহত হয়েছেন- জয়দেবপুর রেলওয়ে স্টেশন ইনচার্জ মো. হানিফ আলী,  নিরাপত্তা কর্মী রাশেদ মন্ডল, রাসেল হাওলাদার, আব্দুল মজিদ, মনির হোসেন ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে স্টেশন ইনচার্জ মো. হানিফ আলীকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, রাজধানীতে ঢাকা মেট্টো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য গাজীপুর থেকে শতাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু তারা যেসময় যেতে আগ্রহ প্রকাশ করেন ওই সময় কোন ট্রেন না থাকা এবং আন্তনগর ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে উঠতে না পারায় ক্ষুব্ধ হয়ে তারা স্টেশনে দায়িত্বরত কর্মকর্তাদের উপর হামলা চালায়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর মেট্রো থানার ওসি জিয়াউল হক জানান, এবিষয়ে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম