Logo
Logo
×

সারাদেশ

বঙ্গবন্ধু টানেলে কার রেসিং, সাত চালকের বিরুদ্ধে মামলা

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

বঙ্গবন্ধু টানেলে কার রেসিং, সাত চালকের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়ের ঘটনায় কর্ণফুলী থানায় সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে এ মামলা করেন বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। 

গাড়িগুলো হলো- চট্টমেট্রো-গ-১২-৯০৪৩, চট্টমেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকামেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকামেট্রো-খ-১২-১৮১৪, চট্টমেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্টমেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকামেট্রো-ভ-১১-০২১৭। মামলায় আরও ২-৩টি প্রাইভেটকারের চালক ও তাদের সহযোগীদের আসামি করা হয়েছে।

সোমবার টানেলে রেসিং করা ব্যক্তিরা ‘দ্য স্লো কিডস’ নামে একটি পেইজে রেসের ভিডিওটি আপলোড করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, বুধবার রাতে সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম