Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক গণপরিবহণশূন্য

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক গণপরিবহণশূন্য

ছবি-যুগান্তর

বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ছিল গণপরিবহণশূন্য। তবে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে স্বাভাবিকের তুলনায় অনেক কম। 

এদিকে গণপরিবহণ বন্ধ থাকায় ঘারিন্দা রেলস্টেশনেও নেই যাত্রীদের বাড়তি কোনো চাপ। কর্তৃপক্ষ বলছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঢাকায় যাচ্ছেন না। তাই স্টেশনেও যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক কম।

স্টেশনে কথা হয় রাইসুল মিয়া নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি জানান, ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে যাবেন। নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখেন কোনো বাস ঢাকা যাবে না। তাই তিনি ঘারিন্দা রেলস্টেশনে এসেছেন ট্রেনে ঢাকা যাবেন। জরুরি প্রয়োজন না হলে তিনি ঢাকা যেতেন না। ওই হাসপাতালের একজন চিকিৎসকের পরামর্শ নিতে বাধ্য হয়ে ঢাকা যেতে হচ্ছে তাকে।

এদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে ও রেলস্টেশনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। কেউ যাতে কোনো প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে বিশেষ নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মহাসড়কটিতে র্যাব সদস্যরাও টহল দিচ্ছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম