Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরা সিটি কলেজের তিন শিক্ষক কারাগারে

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ পিএম

সাতক্ষীরা সিটি কলেজের তিন শিক্ষক কারাগারে

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে কনিষ্ঠ শিক্ষকদের এমপিওভুক্ত করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাতক্ষীরা সিটি কলেজের চার শিক্ষক আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে অসুস্থতাজনিত কারণে একজনের জামিন মঞ্জুর করে অপর তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরার বিশেষ আদালতে আসামিরা আত্মসমর্পণ করেন। সাতক্ষীরা বিশেষ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক, জেলা ও দায়রা জজ চাঁদ মো. আব্দুল আলীম আল রাজী শুনানি শেষে তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন- আশাশুনির নাকতাড়া গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে ইংরেজি বিভাগের প্রভাষক এসএম আবু রায়হান, সদর উপজেলার নেবাখালি গ্রামের আব্দুল কাদিরের ছেলে দর্শন বিভাগের প্রভাষক নাসির আহম্মেদ এবং সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে হিসাব বিজ্ঞানের প্রভাষক অরুন কুমার সরকার। অসুস্থতার কারণে জামিনপ্রাপ্ত মামলার অপর আসামি হলেন দেবহাটার উত্তর পারুলিয়া গ্রামের দেলবার মৃধার ছেলে সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম। মামলার প্রধান আসামি সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে চার প্রভাষককে এমপিওভুক্ত করার মাধ্যমে ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা আÍসাতের অভিযোগে উল্লেখিত শিক্ষকদের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস ২০২২ সালের ৯ মার্চ খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন। যা পরবর্তীতে সাতক্ষীরা বিশেষ আদালতে মামলা হিসাবে নথিভুক্ত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের খুলনা অফিসের সহকারী পরিচালক বিজন কুমার রায় চলতি বছরের ৫ মে আদালতে ওই পাঁচ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম