দুর্গাপূজার চাল দিতে ঘুস দাবি
চকরিয়ায় ওসির বিরুদ্ধে তদন্ত শুরু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পিএম
চকরিয়া উপজেলার ৯২টি পূজামণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া সাড়ে ৪৩ টন চাল নিয়ে চালবাজি ও ঘুস দাবির ঘটনায় খাদ্যগুদামের ওসি নাছির উদ্দিন আহমদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক কর্তৃক গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সোমবার তদন্ত কার্যক্রম শুরু করেছে। কমিটির প্রধান কক্সবাজার সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালাহ উদ্দিন। কমিটির অপর দুই সদস্য হলেন জেলা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক (কারিগরি) রোকসানা আক্তার ও খাদ্য পরিদর্শক সুলতানা রাজিয়া।
তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন মল্লিক। তদন্ত কমিটির প্রধান সালাহ উদ্দিন বলেন, তদন্ত কার্যক্রম শেষ করতে আরও কয়েকদিন সময় লাগবে। তদন্ত সংশ্লিষ্ট আরও অনেকের বক্তব্য নিতে হবে।