Logo
Logo
×

সারাদেশ

খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৮:০৭ পিএম

খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একটি প্রাডো গাড়ির ধাক্কায় টানেল-সড়কের রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাত ৩টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। পরে গাড়িটি জব্দ করে সেতু কর্তৃপক্ষ। টালেন খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এ দুর্ঘটনাটি ঘটল।

প্রাডো গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। সকালে টোলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা ক্ষতিগ্রস্ত রেলিং মেরামত করেন। টানেল খুলে দেওয়ার পর এটিই প্রথম দুর্ঘটনা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (অপারেশন অ্যান্ড মেইন্টেনেন্স) কাজী মো. ফেরদাউস যুগান্তরকে বলেন, টানেলে প্রবেশের আগে ইউভিএসএস (আন্ডারভেহিকেল স্ক্যানিং সিস্টেম) দিয়ে যানবাহনের নিচের অংশে বিস্ফোরক জাতীয় সরঞ্জাম আছে কিনা তা যাচাই করা হয়। সেখানে ব্যারিয়ার রয়েছে। রাতে একটি গাড়ি অসতর্কতার কারণে কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লাগায়। এতে রেলিং এবং গাড়ির সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে গাড়িটি জব্দ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম