Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে সতর্ক অবস্থায় পুলিশ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১১:০৩ পিএম

চট্টগ্রামে সতর্ক অবস্থায় পুলিশ

রাজধানীতে রাজপথ উত্তপ্ত হওয়ায় সতর্ক অবস্থায় রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীতে যাতে রাজপথ দখলের নামে কোনো রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, চট্টগ্রামে প্রধানমন্ত্রীর কর্মসূচিসহ নানা কারণে পুলিশি তৎপরতা বেড়েছে। পুলিশ সদস্যরা টানা দায়িত্বপালন করছেন। ঢাকায় রাজনৈতিক দলগুলোর জনসভাকে কেন্দ্র করে উত্তপ্ত হলেও চট্টগ্রাম শান্ত রয়েছে। শনিবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত চট্টগ্রামের রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি নেই।

সিএমপির এডিসি (জনসংযোগ) স্পিনা রানী প্রমাণিক যুগান্তরকে বলেন, চট্টগ্রামে গণ্ডগোলের কোনো আশঙ্কা নেই, পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম