ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা যায়নি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর ইউটার্নের ভেতরে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুর ইউটার্নের ভেতরে দাঁড়িয়ে থাকা মৌমিতা পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত এসে বাসটির আগুন নিভিয়ে ফেলে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, রাত ৯টা ২৮ মিনিটে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।স্থানীয়দের কাছে জানতে পেরেছি, বাসটি সকাল থেকে এই স্থানে দাঁড়িয়ে ছিল। রাতে হঠাৎ বাসটির ভেতর আগুন দেখতে পান আশপাশের লোকজন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানতে পারিনি। এ ঘটনায় কোনো হতাহত নেই।