জগন্নাথপুরে আ.লীগের শান্তি সমাবেশ
পরিকল্পনামন্ত্রীর উপস্থিতিতে দলের একাংশের বয়কট
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের উপস্থিতিতে জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ বয়কট করেছে দলের একাংশ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভুইয়ার নেতৃত্বে তার অনুসারী নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ করেন।
জানা গেছে, স্থানীয় পৌরপয়েন্টে বৃহস্পতিবার বিকালে পুলিশের কঠোর পাহারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ শুরু হয়। বিধি অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভুইয়া সমাবেশে সভাপতিত্ব করার কথা। কিন্তু সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় উত্তেজনা দেখা দিলে মিজানুর রশীদকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন নিবৃত করেন। এ সময় মাইকে তার নাম না ডাকায় মঞ্চেই মিজানের বক্তব্য দেওয়ার বিষয়টি মন্ত্রীকে কানে কানে বলেন পলিন। এ সময় এক নেতা বলেন, মিজান আওয়ামী লীগের কেউ না। এ কথা শুনে মিজানুর রশীদ মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমি নাকি আওয়ামী লীগের কেউ না, তাহলে এখানে থেকে কি করবো? আমরা এ সভা বয়কট করলাম’। পরে তিনিসহ দলের একাংশ সমাবেশ থেকে বের হয়ে টিঅ্যান্ডটি রোডের কাঠ পট্টিতে প্রতিবাদ সভা করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভুইয়া বলেন, উপজেলা আওয়ামী লীগের একটি অংশ রহস্যজনক কারণে আমাকে সহ্য করতে পারছে না। তারা নানাভাবে আমাকে বাধা দিচ্ছে। এখানে দলীয় গঠনতন্ত্র মানা হচ্ছে না।