দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার দরকার: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১০:৩০ পিএম
দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে আবারও দরকার। দেশ এখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় আসলে আবারো দেশের উন্নয়ন হবে। অতীতে যা সম্ভব হয়নি শেখ হাসিনা তা করে দেখিয়েছে। রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন ধরনের ভাতা, জেলে কার্ড, শতভাগ বিদ্যুৎ, দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের পদ্মা সেতুসহ দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার পিরোজপুরের ইন্দুরকানীতে উন্নয়ন মতবিনিময় সভায় এসব কথা বলেন পিরোজপুর-১ আসনের সংসদ-সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শম রেজাউল করিম।
উপজেলা পরিষদ হলরুমে সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা আ.লীগের নেতা মৃধা মনিরুজ্জামান, আলী হাওলাদার প্রমুখ।
এর আগে পাড়েরহাট মৎস্য বন্দরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেল্লাল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহিদুর রহমান, পুলিশ সুপার শফিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ, কেন্দ্রীয় আ.লীগ নেতা বায়জিদ হোসেন, জেলা মৎস্যলীগের শিকদার চাঁন প্রমুখ।