বরিশালে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিক্ষোভ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১০:১৮ পিএম
![বরিশালে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিক্ষোভ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/27/image-733548-1698423474.jpg)
দেশে রাজনৈতিক সংকট নিরসনে সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে শুক্রবার বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। এ সময় নেতাকর্মীরা ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবি জানান। এছাড়া ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়ে তা বন্ধের আহ্বান জানান তারা।
মহানগর সভাপতি সৈয়দ নাসির আহমেদ কাওছারের সভাপতিত্বে এতে বক্তৃতা দেন রফিকুল ইসলাম, গাজী মু. রেদওয়ান, আবু হানিফ, আবু জাফর, মহিউদ্দিন, জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সময় এসেছে এই অবৈধ সরকারকে হঠানোর। এবার জনগণ আওয়ামী লীগকে সাগরে নিক্ষেপ করবে। আওয়ামী লীগ মানুষ হত্যাসহ বিচার বিভাগ ও প্রশাসনকে ধ্বংস করে মুর্খের দল হিসাবে পরিচয় দিয়েছে।
এই দুরবস্থার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বাজারে গিয়ে হাফিয়ে উঠছেন। তাই নিজের ভালো চাইলে অবিলম্বে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে দেশের মানুষকে মুক্তি দিন।