১৫ দেশের নৌ-সদস্যদের পদ্মা সেতু ভ্রমণ
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৬:১৬ পিএম
নৌ-দস্যুতারোধে ২১টি দেশের রিক্যাবের সদস্যরা পদ্মা নদী ও পদ্মা সেতু এলাকা ভ্রমণ করেছেন। শুক্রবার সকালে সংগঠনটির বাংলাদেশসহ ১৬টি দেশের সদস্যরা এ ভ্রমণে অংশগ্রহণ করেন।
ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপে অংশ নিতে গত ২৪ অক্টোবর থেকে এ সংগঠনের সদস্যরা বাংলাদেশে রয়েছেন। ২৪ ও ২৫ অক্টোবর ঢাকায় ২টি ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন তারা। আজ তারা পদ্মা নদী ভ্রমণে বের হয়েছেন। এর উদ্দেশ্য শুধু ভ্রমণই নয়- নদীতে কিভাবে নৌ-দস্যুতা রক্ষা করা যায় তা নিয়েও কাজ করবে বিশ্বের ২১টি দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠন।
২১টি দেশের মধ্যে রয়েছে- ১৪টি এশিয়ান দেশ এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, হল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। রিক্যাবের প্রতিনিধিদের নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ হয়। আলাপ আলোচনা ও প্রশিক্ষণ ক্লাসে বাংলাদেশসহ ১৬ দেশের ২৮ জন অংশ নেন। এর মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্মকর্তা ডেভিড যোসেফ কোওহি। ২০২৩ সালে ২১ দেশের ভোটের মাধ্যমে বাংলাদেশকে নির্বাচিত করা হয় এ ওয়ার্কশপের ভেন্যু হিসেবে।
এ সময় উপস্থিত ছিলেন- নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এবং গভর্নর ও ভাইস চেয়ারপারসন রিক্যাব দেলোয়ারা বেগম, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক ও রিক্যাবের বাংলাদেশের ফোকাল পয়েন্ট কমোডর মো. মাকসুদ আম, নৌপরিবহণ অধিদপ্তরের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদারসহ নৌপরিবহণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় স্থানীয় একটি সাংস্কৃতিক দলের সদস্যরা বিদেশি অতিথিদের বাউল গান গেয়ে বিনোদন দেন। অতিথিরা গানের তালে তালে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন। তারা পদ্মা সেতু আর নদী দেখে অভিভূত হন।