Logo
Logo
×

সারাদেশ

ইউরেনিয়ামের ৫ম চালান পৌঁছল রূপপুরে

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১২:৪২ পিএম

ইউরেনিয়ামের ৫ম চালান পৌঁছল রূপপুরে

বরাবরের মতো কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের পঞ্চম চালান এসে পৌঁছেছে ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে। 

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সড়কপথে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের পঞ্চম চালান রূপপুর প্রকল্পের ভেতরে প্রবেশ করেছে। ঈশ্বরদী উপজেলার সীমানা মুলাডুলিতে এসে পৌঁছায় সকাল সাড়ে ৯টার দিকে। 

প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর জানান, বৃহস্পতিবার বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায় রূপপুরের জন্য আনা ইউরেনিয়াম।

গত ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে আনা হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম