পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ফের চলল পরীক্ষামূলক ট্রেন
যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৬:২৬ পিএম
আগামী পহেলা নভেম্বর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ার আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে ফের পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে প্রথম ট্রেনটি মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন থেকে ঢাকার গেণ্ডারিয়া স্টেশনের দিকে যাত্রা শুরু করে।
এ সময় ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। পরবর্তীতে এই ট্রেনটি গেণ্ডারিয়া থেকে ৮০ কিলোমিটার গতিতে মাওয়া আসে।
বুধবার পরীক্ষামূলক এই ট্রেনটি ৬০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে ঢাকা-মাওয়া পথে চার দফা চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম জানান, মূলত বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের আগে গতি পর্যবেক্ষণের জন্য পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১ নভেম্বর থেকে এই পথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের কথা রয়েছে।