Logo
Logo
×

সারাদেশ

বাঁশখালীতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে ৩ হাজার ঘরবাড়ি

Icon

বাঁশখালী (চট্টগ্রাম)  প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০২:৪০ পিএম

বাঁশখালীতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে ৩ হাজার ঘরবাড়ি

ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলে তাণ্ডব চালিয়ে উপকূলীয় এলাকা অতিক্রম করেছে। মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে বাঁশখালী উপকূলীয় এলাকায় প্রায় তিন হাজার কাঁচাবাড়িঘর ভেঙে গেছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ এবং মঙ্গলবার রাত থেকে প্রধান সড়কে গাছপালা ভেঙে আনোয়ারা-বাঁশখালী সড়কের যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে। 

বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, উপজেলার পুইছড়ি, ছনুয়া, চাম্বল, শিলকৃপ, গণ্ডামারা, সরল, বাহারছাড়া, খানখানাবাদ, সাধনপুর, পুকুরিয়ার কাঁচাঘরবাড়ি, গাছপালা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। 

উপজেলা কৃষি অফিসার আবু সালেক জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাঁশখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাঁশখালীর উপকূলীয় এলাকায় কয়েক হাজার কাঁচাঘরবাড়ি ভেঙে গেছে। সড়কসহ বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে যাওয়ায় বাঁশখালীর যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে। ইতোমধ্যে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতির তালিকা প্রণয়ন করা হচ্ছে ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম