Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১২:৫৯ এএম

গৌরীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে রোববার নিরাপদ সড়কের দাবিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সড়কের ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু আমরা সচেতন নই। গাড়ি চালানো হচ্ছে বেপরোয়া, নিজের জীবন রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেলিম, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের প্রভাষক সমিত্র শেখর চমন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফুটবলার মোয়াজ্জেম হোসেন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আজহারুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, বেস্ট লাইফ ইন্সুরেন্সের গৌরীপুর শাখা ব্যবস্থাপক মেহেদি হাসান, লেকচার পাবলিকেশন্সের গৌরীপুর প্রতিনিধি সুমন আহমেদ, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম