Logo
Logo
×

সারাদেশ

ভাইকে বিমানে তুলে দিতে গিয়ে প্রাণ হারালেন মাস্টার্স শিক্ষার্থী

Icon

এটিএম নিজাম, কিশোরগঞ্জ ব্যুরো চিফ 

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১১:২৪ এএম

ভাইকে বিমানে তুলে দিতে গিয়ে প্রাণ হারালেন মাস্টার্স শিক্ষার্থী

ট্রেন দুর্ঘটনার নিহত মাস্টার্সের শিক্ষার্থী আফজাল হোসেন

মাস্টার্স শিক্ষার্থী আফজাল হোসেন সৌদি প্রবাসী বড় ভাই সাদ্দাম হোসেনকে বিমানে তুলে দিতে বিমানবন্দরের উদ্দেশে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে সঙ্গী হয়ে ঢাকা যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরে গিয়ে  ভাইকে বিদায় দেওয়ার সুযোগ তার কপালে জোটেনি। এর আগেই ভৈরব রেলওয়ে জংশনের অদূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে বড় ভাইয়ের সামনেই মর্মান্তিক মৃত্যু হলো তার। 

এ ঘটনায় বড় ভাইও গুরুতর আহত হয়েছেন। বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী কন্টেইনারবাহী মালগাড়ির চাপায় এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের তিনটি কেবিন লণ্ডভণ্ড হয়ে যায়। এ ঘটনায় আফজাল হোসেনসহ ২০ জন নিহত এবং শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। 

সোমবার দিবাগত রাত ৯টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় এমনটি জানাচ্ছিলেন এক নিকটাত্মীয়। বড় ভাই সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়ে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, সৌদি প্রবাসী সাদ্দাম হোসেনের ফ্লাইট ছিল সোমবার রাত ৯টায়।

জানা গেছে, আফজাল হোসেন ঢাকা কলেজে মাস্টার্সের শিক্ষার্থী এবং  ভৈরব আগানগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আফজাল হোসেনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম