Logo
Logo
×

সারাদেশ

ইমামকে চুবানোর হুমকি দেওয়া সেই ইউএনওকে রাঙামাটি বদলি

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৫৩ পিএম

ইমামকে চুবানোর হুমকি দেওয়া সেই ইউএনওকে রাঙামাটি বদলি

কুমিল্লার লালমাইয়ে ইমামকে পানিতে চুবানোর হুমকি দিয়ে আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহী অনুপমকে রাঙামাটির বরকলে বদলি করা হয়েছে। 

রোববার রাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

ফেনীর ছাগলনাইয়ার ইউএনও মৌমিতা দাশকে লালমাই উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। 

এর আগে ১৩ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজ শুরুর আগে ইউএনও’কে লাইন সোজা করে দাঁড়াতে বলায় লালমাইয়ের ভাটরা কাছারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ ওঠে। 

এছাড়া এ ঘটনায় ইউএনও ক্ষুব্ধ হয়ে একাধিকবার সেই ইমামকে মসজিদের পুকুরের পানিতে চুবানোর হুমকি দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এরপর ১৫ অক্টোবর কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তার কার্যালয়ে যান ইউএনওর তোপের মুখে পড়া সেই ইমাম। ইমামসহ সংশ্লিষ্টদের থেকে ঘটনার বিবরণ শুনে জেলা প্রশাসক ইউএনও’কে ইমামের কাছে দুঃখ প্রকাশ করতে বলেন। 

এ সময় ইউএনও ‘সরি’ বলে ওই ইমামের সঙ্গে কোলাকুলি করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও নিজের গাড়িতে করে ইমামকে ওই মসজিদে নিয়ে যান ও ইমামের পেছনে মাগরিবের নামাজ আদায় করেন।


 

Jamuna Electronics
wholesaleclub

infostation welcome Banner
img
img img
img img
img img img img img img img img img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম