Logo
Logo
×

সারাদেশ

ডাক বিভাগের গাড়িতে বালু পরিবহণ!

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১০:৪৮ পিএম

ডাক বিভাগের গাড়িতে বালু পরিবহণ!

চট্টগ্রামে ডাক বিভাগের ডাক পরিবহণের একটি গাড়িতে (কাভার্ডভ্যান) করে বালু পরিবহণের অভিযোগ পাওয়া গেছে। ডাক-মহাপরিচালক বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ডাক বিভাগের চট্টগ্রাম ডিভিশন অফিসের আওতাধীন চট্টগ্রাম-কাপ্তাই লাইনে ডাক পরিবহণে বরাদ্দ রয়েছে ঢাকা মেট্রো ঠ ১৪-০৯২৮ নম্বরের গাড়িটি। এই গাড়ির ড্রাইভার হিসেবে দায়িত্বে আছেন আশ্রাফুল ইসলাম। 

প্রতিদিন ওই গাড়িতে করে নির্ধারিত লাইনে দেশ-বিদেশের মূল্যবান ডকুমেন্ট, পার্সেল এমনকি টাকা-পয়সা পরিবহণ করার কথা। ডাক পরিবহণের ওই গাড়িতে রয়েছে টাকা রাখার বিশেষায়িত ভল্টও। কিন্তু সম্প্রতি এই গাড়িতে করে বালু পরিবহণের ঘটনা চোখে পড়ে কয়েকজন সাধারণ কর্মকর্তা-কর্মচারীর। 

বালুভর্তি গাড়িটি শহরের রাস্তায় ও পরে জিপিও কম্পাউন্ডে দেখে তারা বিস্মিত হন। তারা বিষয়টি মৌখিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। পরে লিখিতভাবেও জানানো হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জিপিওর সিনিয়র পোস্টমাস্টার মহসিন উদ্দিন যুগান্তরকে বলেন, ডাক পরিবহণের গাড়িতে বালু পরিবহণের মতো গুরুতর একটি অভিযোগ আমি পেয়েছি। এ বিষয়টি আমি পিএমজি মহোদয়কে অবহিত করেছি। যেহেতু গাড়ির চালক তার স্টাফ। তিনিই এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম