Logo
Logo
×

সারাদেশ

ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্র সিয়ামের 

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম

ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্র সিয়ামের 

প্রতীকী ছবি

পাবনায় মধ্য শহরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের শহিদ আমিন উদ্দিন আইন কলেজের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত সিয়াম পাবনা শহরের পৈলানপুর পাওয়ার হাউসপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে স্থানীয় রাধানগর মজুমদার একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় শহরের রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ আরও কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। 

এ ঘটনার জেরে রাতে শহরের শান্তিনগর শহিদ আমিন উদ্দিন আইন কলেজ এলাকায় সিয়ামকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ও হাসপাতালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে হত্যারহস্য জানার চেষ্টা করছে। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। 

নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একজন ফোন করে জানালো আমার ছেলেকে নাকি চাকু মারছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কী কারণে ছেলেটাকে মারল কিছুই বুঝতে পারছি না। 

তিনি কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার চাই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম