Logo
Logo
×

সারাদেশ

বড়শিতে ধরা পড়ল ১৭ কেজি ওজনের পাঙ্গাস

Icon

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৬:২৫ পিএম

বড়শিতে ধরা পড়ল ১৭ কেজি ওজনের পাঙ্গাস

বরগুনার আমতলীর পায়রা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের পাঙ্গাস। মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। 

জানা গেছে, আরপাঙ্গাশিয়া গ্রামের বালিয়াতলী গ্রামের সেরাজুল নামে এক জেলে শুক্রবার বিকালে পায়রা নদীতে বড়শি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা ৭টার সময় বড়শিতে মাছ আটকে গেলে তুলতে গিয়ে দেখেন বিশাল আকারের এক পাঙ্গাস। 

মাছটি তুলে বিক্রির জন্য ওই রাতেই আমতলী মাছ বাজারের ভাইভাই মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে এনে মিটারে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৭ কেজি। মাছটি ভাগা দিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করা হয়।

পাইকারী মাছ ব্যবসায়ী মো. ফোরকান চৌকিদার জানান, এ বছর এত বড় সাইজের পাঙ্গাস আর বাজারে আসেনি। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় জমান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম