Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

প্রতীক বরাদ্দ পেলেন ৫ প্রার্থী

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১০:০৩ পিএম

প্রতীক বরাদ্দ পেলেন ৫ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রজলা প্রশাসক শাহগীর আলম।

এর মধ্যে শিক্ষক নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী রাজ্জাক হোসেন পেয়েছেন দলীয় প্রতীক আম, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল) পেয়েছেন দলীয় প্রতীক গোলাপফুল ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ-সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি।

এদিকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, আপনারা সবাই নির্বাচনি আচরণবিধি মেনে চলবেন। আমরা সবাই সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম