তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
![তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/19/image-730382-1697652193.jpg)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূ-খণ্ডে বিএসএফের গুলিতে আক্কাস আলী (৩৫) নামে বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার সকালে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আক্কাস তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিনগত গভীর রাতে ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬ এর ৪নং সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সীমান্ত এলাকার লোকজন। সকালে ভারতীয় সীমান্তের ওপারে লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়।
তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আক্কাস আলী দুই সন্তানের জনক। স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, শুনেছি সীমান্তে ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ লাশ নিয়ে গেছে।
এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছি পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় বৈঠক চলছিল।