Logo
Logo
×

সারাদেশ

শাশুড়িকে ফোনে হুমকির পর জামাতার কাণ্ড

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১০:৪৪ পিএম

শাশুড়িকে ফোনে হুমকির পর জামাতার কাণ্ড

শাশুড়িকে মোবাইলে আত্মহত্যার হুমকি দিয়ে তসলিম হোসেন লিটন (৪৫) নামে এক গার্মেন্ট শ্রমিক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার বিকালে ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় ইব্রাহিম খাঁর ভাড়া বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

লিটন লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার চর আবাবিল গ্রামের মতি বারির ছেলে। তিনি তার তৃতীয় স্ত্রীকে নিয়ে ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার এসআই মো. বাপ্পি জানান, লিটন ফতুল্লায় একটি গার্মেন্টসে চাকরি করেন। মঙ্গলবার সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। স্ত্রী মেয়েকে নিয়ে ময়মনসিংহে চলে যান। এদিন দুপুরে লিটন শাশুড়িকে ফোন করে জানান তার মেয়ে চলে গেছেন। এই ক্ষোভে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন। এ হুমকি শুনে তার শাশুড়ি বাড়ির মালিককে ফোন করে অবগত করেন। মালিকসহ আশপাশের লোকজন তাৎক্ষণিক চতুর্থ তলায় জানালার ফাঁক দিয়ে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো তসলিমের নিথর দেহ ঝুলছে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম