যে কারণে লেকের পাড়ে যুবককে জুতাপেটা করলেন নারী
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১১:৪১ এএম
প্রতারক সুশান্ত শীল
মাদারীপুরে এক নারীকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিলেন সুশান্ত শীল নামে এক প্রতারক। পরে এই ঘটনায় সুশান্তকে শহরের লেকের পাড়ে ধরে জুতাপেটা করেন ওই নারী। শুক্রবার সন্ধ্যার দিকে পৌর শহরের শকুনি লেকপাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার এক নারীর ছেলেকে বিদেশ নেওয়ার প্রলোভন দেখায় সুশান্ত। পরে সে পাসপোর্ট করার কথা বলে টাকা নেয় এবং পাসপোর্ট করার জন্য স্ট্যাম্পে সই লাগবে বলে ওই নারীর কাছ থেকে স্বাক্ষর নেয়। এরপর সুশান্ত ভুয়া কাগজপত্র বানিয়ে ওই নারীকে বিয়ে করেছে বলে দাবি করে দীর্ঘদিন যাবত ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে আসছিল। এমনকি ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী নারী শুক্রবার সন্ধ্যার দিকে লেকের পাড়ে সুশান্ত শীলকে ডেকে জুতাপেটা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী ওই নারী বলেন, প্রতারক সুশান্ত শীল প্রথমে নিজেকে মুসলমান দাবি করে নিজের নাম ফারুক খালাসী ও বাবার নাম ওয়াজেদ খালাসী বলে পরিচয় দেয়। পরে জানা যায় তার নাম সুশান্ত শীল। পেশায় নরসুন্দর। সে মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি শীলপাড়া গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত আমার সঙ্গে প্রতারণা করে আসছে।'
স্থানীয় আবির, অনিল মন্ডল, রাজিবসহ বেশ কয়েকজনে জানান, সুশান্ত বিভিন্ন সময় একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছে। এর আগে সে নাম পরিবর্তন করে আরেক নারীর সঙ্গে এ রকম কাজ করেছে। এ প্রতারকের সঠিক বিচার হওয়া জরুরি।
পথচারী স্বপন বলেন, আমি প্রতিদিন লেকপাড়ে ঘুরতে আসি। আজকে ঘুরতে এসে দেখলাম এক নারী যুবককে জুতা দিয়ে পেটাচ্ছে। বিষয়টি আমি জানার জন্য ওইখানে গিয়ে শুনতে পাই ওই নারীর ছেলেকে বিদেশ নেওয়ার কথা বলে নারীর কাছ থেকে স্ট্যাম্পে সই নেয়। পরে তাকে স্ত্রী দাবি করে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন সময় অর্থ হাতিয়ে প্রতারণা করে চলেছে। এ কারণে ওই নারী তাকে জুতাপেটা করেছে। এরকম লোকের কঠিন শান্তি হওয়ার দরকার।
রাজৈর থানা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।