আমরা উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছি: প্রাণিসম্পদমন্ত্রী
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ আমরা উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছি।
শুক্রবার সকালে স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী একতার হাটে এক উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন বড় বড় প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী এসব কাজের অগ্রগতি যাতে বন্ধ না হয় সেজন্য আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।
রেজাউল করিম বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। করোনাকালীন দুইটি বছর দেশের উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠার জন্য সময়ের প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে।
বলদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহব্বত আলী প্রমুখ।