Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে জোড়া হত্যা মামলায় জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১২:১২ পিএম

নরসিংদীতে জোড়া হত্যা মামলায় জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

নরসিংদী জোড়া হত্যা মামলায় জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

ঢাকার শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে নরসিংদী ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার সকাল ৯টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের বহিষ্কৃত নেতা সাদেকুর রহমানসহ জোড়া হত্যা মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। হত্যাকাণ্ডের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন।  

জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার বলেন, জোড়া হত্যা মামলায় পলাতক আসামি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকে কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামেন ছাত্রদলের পদবঞ্চিত ও বহিকৃত নেতারা। চলতি বছরের ২৬ মে চিনিশপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ের অদূরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম। এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী ও জেলা ছাত্রদলের সভাপতি নাহিদসহ বিএনপির ৩০ নেতার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম