Logo
Logo
×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রিপনের মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রিপনের মৃত্যু

বগুড়ার ধুনটে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ইকবাল মোর্শেদ রিপন (৫৭) মারা গেছেন। তিনি বুধবার সকালে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের শ্যালক নুরুল আমিন লিডার জানান, বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ইকবাল মোর্শেদ রিপন বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি পরিবার নিয়ে বগুড়া শহরের লতিফপুর কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন।

তিনি জানান, রিপন গত ২৬ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনে মোটরসাইকেলে বগুড়ার ধুনট উপজেলায় গিয়েছিলেন। বিকাল ৩টার দিকে ফেরার পথে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে চালক তার ভাগ্নে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে যায়। এতে তার (রিপন) মেরুদণ্ডের হাড় ভেঙে স্পাইনাল কর্ডের বেশির ভাগ অংশ ছিঁড়ে যায়। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে গত ৩০ সেপ্টেম্বর তাকে ঢাকার নিউরো সায়েন্স  হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ৮ অক্টোবর সেখানে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রিপন মারা যান।

তার মরদেহ প্রথমে বগুড়া প্রেস ক্লাবে আনা হয়। শোকাহত সহকর্মী সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে বাদ আসর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব দক্ষিণ বগুড়া ভাইপাগলা মাজার গোরস্থান প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম