Logo
Logo
×

সারাদেশ

রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৬:১৩ পিএম

রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই রোগী হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার রজুফা বেগম (৫৫) এবং চারঘাট উপজেলার মো. সাজিত (১৩)।

বুধবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা দুজনেই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ৫ দিনের জ্বর নিয়ে দুজনকেই ১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তারা মারা গেছেন। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১৫ জন রোগীর মৃত্যু হলো।

এ বছর হাসপাতালটিতে মোট ২ হাজার ৫৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮০ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৩৯৭ জন। বর্তমানে আরও ১৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম