Logo
Logo
×

সারাদেশ

ত্রিশালে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫

Icon

ময়মনসিংহ ব্যুরো ও ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১১:৪৬ এএম

ত্রিশালে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। 

নিহতরা হলেন— উপজেলার হদ্দেরভিটা গ্রামের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), উপজেলার নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮), ময়মনসিংহ সদর চুরখাই জামতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮) এবং আরও দুজন অজ্ঞাত রয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এসএস ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১২-০৫২৩) বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হয়। এতে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে সাইড নিয়ে যাত্রী তুলতে ছিল। এ সময়ে পেছন থেকে ওভারটেক করে ওঠার সময় রাব্বী-সেতু (ঢাকা মেট্রো-জ ১৪-১০০৪) পরিবহণ দ্রুতগতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৬ জন আহত হন। পরে উপজেলা হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। 

ত্রিশাল থানার ওসি মোমাইন উদ্দিন জানান, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম