ঝালমুড়ি কিনতে গিয়ে স্কুলছাত্রী নিপীড়নের শিকার
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১১:০৩ পিএম
বরগুনার তালতলীতে দোকানে ঝালমুড়ি কিনতে গিয়ে ৭ম শ্রেণির এক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বিচার চেয়ে অভিযুক্ত পনু ঘরামী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি যৌন নিপীড়ন আইনে মামলা দায়ের করেন।
অভিযুক্ত পনু ঘরামী একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে। তিনি গ্রামের একটি মুদি দোকানদার।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ওই স্কুলছাত্রী ঝালমুড়ি কিনতে স্থানীয় মুদি দোকানে যায়। সেখানে গেলে মুদি দোকানি পনু ঘরামী ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করেন। ঘটনা জানাজানি হলে পনু ঘরামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি গ্রাম্যসালিশে সমাধানের জন্য মাতবররা একাধিকবার বৈঠক করেন।
এই সালিশের নামে মাতবররা সময়ক্ষেপণ করার কারণে মামলা দায়েরে বিলম্ব করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয় ও বিচারের দাবিতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পনু ঘরামীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।