রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন: ইসি আনিসুর
মোংলা প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৪২ পিএম
নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান বলেছেন, দেশ ও জাতির কল্যাণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন। সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব হবে। নির্বাচনি পরিবেশ তৈরিতে কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে।
সোমবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে খুলনা বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকদের নির্বাচন বিষয়ক প্রতিবেদন প্রশিক্ষণে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
প্রশিক্ষণে ৩৫ সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ অংশগ্রহণকারীদের নির্বাচন প্রতিবেদন বিষয়ে ধারণা দেন। মঙ্গলবার বিকালে শেষ হবে এ প্রশিক্ষণ কর্মশালা।