ট্রলারডুবির ঘটনায় আরও ২ লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১১:৫৪ এএম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হলো।
উদ্ধারকৃত মরদেহ দুটি হলো— সাব্বির হোসেন (৪০) ও জান্নাতুল মারওয়ার (৮)।
এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া মফিজুল ইসলাম জানিয়েছেন, সাব্বির হোসেন তার ভায়রা ভাই এবং মারওয়া তার বড়ভাই বোরহান উদ্দিনের মেয়ে।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইজাজ উদ্দিন আহমেদ বলেন, সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করি আমরা। তৃতীয় দিনের উদ্ধার অভিযানে সকাল ৮টার দিকে নদীর মোহনপুর এলাকা থেকে জান্নাতুল মারওয়া (৮) নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আর সকাল ১০টার দিকে নদীর চর ঝাপটা এলাকা থেকে সাব্বির হোসেন (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় চালকসহ ১২ জন আরোহী নিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বাল্কহেডের একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ছয়জন জীবিত উদ্ধার হলেও মা ও দুই মেয়েসহ নিখোঁজ ছিলেন ছয়জন। গতকাল শনিবার সকালে মফিজুল ইসলামের স্ত্রী সুমনা আক্তারের (২৮) মরদহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ছোটবোনকে দ্বিখণ্ডিত করে হত্যার লোমহর্ষক বর্ণনা ভাইয়ের
এ ঘটনা এখনো নিখোঁজ রয়েছে তার দুই মেয়ে সাফা (৬), মারওয়া (৪) ও তার ভায়রাভাই সাব্বির হোসেনের ছেলে ইমাদ হোসেন (২)।