Logo
Logo
×

সারাদেশ

ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের ম্যানেজার নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ১০:০৫ পিএম

ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের ম্যানেজার নিহত

দিনাজপুরে মাদকাসক্ত রোগীকে চিকিৎসার জন্য আনতে গিয়ে তার ছুরিকাঘাতে বগুড়ার একটি মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপক নাজমুল হক মাসুদ (৪৫) মারা গেছেন। শুক্রবার রাত ৩টার দিকে দিনাজপুর সদরের ক্ষেত্রীপাড়ায় রোগীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ম্যানেজারকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বগুড়ায় এনে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে তিনি শনিবার সকালে মারা যান।

পুলিশ ও সুপথ প্লাস মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক আল আমিন সৈকত জানান, নাজমুল হক মাসুদ বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া প্রাইমারি স্কুল লেনের মৃত মঞ্জুরুল হকের ছেলে। তিনি তাদের শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের পশ্চিমে আবদুলের মোড় এলাকায় সুপথ প্লাস মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপক ছিলেন। দিনাজপুর সদরের ক্ষেত্রীপাড়ার আবদুল বারী শাহের ছেলে মিনহাজুল ইসলাম (৩৭) মাদকাসক্ত হয়ে পড়েন। তাকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাজমুল হক মাসুদ ও কয়েকজন কর্মী শুক্রবার দিনাজপুরে যান। বগুড়ায় আনার জন্য রাত ৩টার দিকে বাড়ি থেকে মিনহাজুল ইসলামকে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এ সময় মিনহাজুল কাছে থাকা ছুরি ব্যবস্থাপক মাসুদের পেটে বসিয়ে দেন। এ সময় মাসুম নামে এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়। তাদের দিনাজপুরের কোনো চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তারা গাড়ি নিয়ে বগুড়ার দিকে রওনা হন।

গুরুতর আহত ব্যবস্থাপক নাজমুল হক মাসুদকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম