Logo
Logo
×

সারাদেশ

মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ৬০ বাড়ি লন্ডভন্ড

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ পিএম

মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ৬০ বাড়ি লন্ডভন্ড

গোপালগঞ্জের মুকসুদপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৬০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অন্তত ৬৫টি পরিবারের পাঁচ শতাধিক লোক সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। তবে ঘূর্ণিঝড়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর, ডিগ্রীকান্দি, মহাটালী এবং কাঁশালিয়া ইউনিয়নের শার্শাকান্দি গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ডিগ্রীকান্দি গ্রামের তারেক লষ্কার বলেন, রাত ৮টার দিকে আকস্মিকভাবে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে আমার ঘর বিধ্বস্ত হয়ে যায়। পরবর্তীতে এলাকার সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছি। পরিবারের লোকজন নিয়ে মানবতার জীবনযাপন করছি।

উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস জানান, রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় ইউনিয়নের চারটি গ্রাম ও পার্শ্ববর্তী কাঁশালিয়া ইউনিয়নের একটি গ্রামে আঘাত হানে। এতে প্রায় ৬৫টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোক বাড়িছাড়া। তালিকা করে তাদের পুনর্বাসন করার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় ওই ইউনিয়নের চারটি গ্রাম ও পার্শ্ববর্তী কাঁশালিয়া ইউনিয়নের একটি গ্রামে আঘাত হানে। এতে প্রায় ৬৫টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোক বাড়িছাড়া। প্রাথমিক অবস্থায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা দেওয়া হয়েছে। তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম