কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০২:৩৫ পিএম
আনুষ্ঠানিকভাবে প্রথম চালান হন্তান্তরের পর শুক্রবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) দ্বিতীয় চালান এসে পৌঁছেছে।
প্রথমবারের মতোই কঠোর নিরাপত্তায় শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ঈশ্বরদী মহাসড়ক দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। রূপপুর প্রকল্প এলাকায় ঢুকলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মীরা গাড়িগুলোকে স্বাগত জানান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আনার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল। নিরাপত্তার জন্য ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল।
পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল এ তথ্য নিশ্চিত করে জানান, পথে কোথাও কোনো সমস্যা হয়নি।
আরও পড়ুন: শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি
প্রকল্প পরিচালক ড. শওকত আকবর জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায়। প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি সড়কপথে রূপপুরে নেওয়া হয়। পর্যায়ক্রমে আরও পাঁচটি চালান দেশে আসবে। প্রাথমিক পর্যায়ে মোট সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদিত হবে।