Logo
Logo
×

সারাদেশ

নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০২ পিএম

নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা মৌজাস্থ তিস্তার শাখা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। 

সুন্দরগঞ্জ থানার এসআই আফাজ উদ্দিন জানান, আনুমানিক ৫০ বছর বয়সি অজ্ঞাত ওই নারীকে স্থানীয়রা এখনো শনাক্ত করতে পারেনি। নদীর পানিতে নারীর ভাসমান লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের পক্ষে থানায় খবর দিলে আইনগত প্রক্রিয়ায় তা উদ্ধার করা হয়। 

তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, লোক মারফত পানিতে অজ্ঞাত নারীর লাশ ভেসে আসার কথা শুনেছি।

আরও পড়ুন: রাজবাড়ী-ঢাকা রুটে আবারও বাস চলাচল শুরু

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, হঠাৎ তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় হয়তো উজান থেকে লাশটি ভেসে এসেছে। স্থানীয়রা কেউই শনাক্ত করতে পারছে না। তাই লাশের শনাক্তকরণসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম