সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার আগে রোডমার্চটির মোটরসাইকেল বহর শরীয়তপুর যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় কয়েকজন বিএনপির কর্মীকে মারধর করা হয়। উপস্থিত পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ রোডমার্চ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজবাড়ীতে হাজির হয়ে নেতৃত্ব দিয়েছেন। রোডমার্চটি শেষ হয় শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক আব্দুর রউফ স্টেডিয়ামে সমাবেশের মধ্য দিয়ে। রোডমার্চকে কেন্দ্র করে মুকসুদপুর, টেকেরহাট, রাজৈর ও মস্তফাপুর ও মাদারীপুর সদরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, হেলেন জেরিন খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা ওই স্থানে পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় বিএনপি নেতারা জানান, আওয়ামী সরকারের পতন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ রোর্ডমার্চ শুরু হয়েছে। রোডমার্চ বহরটি শরীয়তপুর যাওয়ার পথে মাদারীপুরের টেকেরহাট, রাজৈর, মস্তফাপুর ও মাদারীপুর সদরে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্বাগত জানান।