পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ রিকশাচালকের সন্ধান মিলেছে!
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১০:০৪ পিএম
পদ্মা সেতুতে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চালকের ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটে চলতি বছরের ১৯ জুন। এ ঘটনায় কয়েক দিনব্যাপী উদ্ধার চললেও সে সময় তার সন্ধান মেলেনি। টানা ৩ মাস ১০ দিনের মাথায় অবশেষে সন্ধান মিলেছে সেই চালকের। বেঁচে আছেন তিনি। তার নাম শরিফুল ইসলাম। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাটের উদয়পুর অরুণকান্দি গ্রামের জিন্নাত আলীর পুত্র।
রোববার সকালে পদ্মা সেতু উত্তর থানা উপস্থিত হয়েছেন তিনি। দাবি করেন ফেলে যাওয়া অটোরিকশাটির। এ ঘটনা নিশ্চিত করেন পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন। ওসি জানান, সকাল ৯টার দিকে থানায় এসে তার পরিচয় দেন। দাবি করেন ফেলে যাওয়া অটোরিকশাটি। পদ্মা সেতু থেকে গভীর রাতে আমি লাফ দিয়েছিলাম। এখন অটোরিকশাটি নিতে আসছি। শরিফুলের সঙ্গে শ্বশুর দাউদ মোল্লা আসছে।
তিনি আরও জানান, আমরা সিসিটিভির ফুটেজ দেখছি এবং ঘটনার বিবরণ নিচ্ছি। দাবিকৃত অটোরিকশাটি শরিফুলের হলে তাকে বুঝিয়ে দেওয়া হবে।