Logo
Logo
×

সারাদেশ

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বহিনীর (বিএসএফ) গুলিতে মতিয়ার রহমান (৩২) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। আহত মতিয়ার একই ইউনিয়নের ছাট কড়াইবাড়ী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে একদল গরু ব্যবসায়ী আন্তর্জাতিক সীমানা ১০৫৫ মেইন পিলারের পাশ দিয়ে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাঁশের আড়কির মাধ্যমে ভারতীয় গরু পারাপার করছিলেন। এ সময় টহলরত দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি করেন। এতে মতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথিরা তাকে উদ্ধার করে নিয়ে এসে বিজিবি ও পুলিশের মামলার ভয়ে রাতারাতি চিকিৎসার জন্য রংপুর একট প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান।

রৌমারী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোশাইদ হোসেন জানান, বিষয়টি কয়েকজন আমাকে জানিয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম