Logo
Logo
×

সারাদেশ

নাটোরে হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ! 

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

নাটোরে হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ! 

নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হন এক বেসরকারি হাসপাতাল মালিক। 

শনিবার দুপুরে বনপাড়া আল আরাফাত হাসপাতালে এ ঘটনা ঘটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে বনপাড়া বাজারের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে অনুভব হাসপাতালের মালিক ডা. ওসমান গণিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে আল আরাফাত হাসপাতালের স্টোর রুমে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ইনজেকটেবল ওষুধ পাওয়া যায়, যা রোগীর শরীর প্রয়োগ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণে তাদের ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় হাসপাতাল মালিক ডা. আখের আলির ছেলে ফয়সাল আহমেদ হিমেল অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম