প্রেমিকার অন্যত্র বিয়ে, দুধ দিয়ে গোসল করলেন অনার্স পড়ুয়া
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
![প্রেমিকার অন্যত্র বিয়ে, দুধ দিয়ে গোসল করলেন অনার্স পড়ুয়া](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/09/29/image-723254-1695992460.jpg)
প্রেমের ব্যর্থতা মুছতে গোপালগঞ্জের মুকসুদপুরে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন সুরমান মোল্লা (২২) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেংরাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
সুরমান ওই গ্রামের মিজান মোল্লার ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
তার গোসলের ঘটনাটি উৎসুক জনতা উপভোগ করেন। শুধু তাই নয়- এ সময় সুরমান তাদের মধ্যে মিষ্টিও বিতরণ করেন।
সুরমান জানান, নবম শ্রেণিতে পড়ার সময় একই গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের মধ্যে প্রায় পাঁচ বছর সম্পর্ক ছিল। গত ২২ সেপ্টেম্বর সেই মেয়ের বিয়ে হয়ে যায়। বিচ্ছেদের বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। একপর্যায়ে তিনি আত্মহত্যার মতো পথও বেছে নিতে চেয়েছিলেন।
কিন্তু পরবর্তীতে বন্ধুদের পরামর্শে ব্যর্থতার শোক কাটিয়ে উঠতে দুধ দিয়ে গোসল করেন এবং নতুন জীবন শুরু করতে চান তিনি।